আগরতলা। ১৪ ডিসেম্বর।রাজ্যে আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ট্রাম ওয়ানের পরীক্ষা। কোভিডের জন্য সি বি এস ই -র মতো করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ট্রাম ওয়ান এবং ট্রাম টু পরিক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরিক্ষা। চলবে ৭ জানুয়ারী পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ৪০৬ টি স্কুলের ২৮,৯০২ পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে। ৬৬ টি সেন্টারে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩,১৮০ জন।
১০২৬ টি স্কুলের ছাত্রছাত্রী তারা। পরীক্ষার সেন্টার হচ্ছে ৮২ টি। সি বি এস সি-র ধাঁচে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। টার্ম ওয়ানে হচ্ছে ৪০ মার্কসের পরীক্ষা। মোট সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ট্রাম ওয়ান এবং টু -তে ১০ নম্বর করে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট হবে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ট্রার্ম টু-র পরীক্ষা হবে এপ্রিল মাসে। ট্রার্ম ওয়ান ও ট্রাম টু-র ফলাফল ঘোষণা হবে এপ্রিল মাসে একসাথে। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণের নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে সমস্ত পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অভিভাবকদের ছাত্র ছাত্রীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানান। পরীক্ষা কেন্দ্রগুলিতে যারা রয়েছেন তাদের সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য বলেন মন্ত্রী। এইদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ বলেন কিছু কিছু মিথ্যাচারের বিষয় রাজ্য সরকারের দৃষ্টিতে এসেছে। ২১ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রীসভায় ১২৫ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রী সভার সেই সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে সকলকে অবগত করেন। পরবর্তী সময় ৮ ডিসেম্বর রাজ্য মন্ত্রী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্লাড ব্যাঙ্কের জন্য নতুন করে আরও ৩৯ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে। কিন্তু সিপিআইএম-এর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে এই নিয়ে বিভ্রান্তি মূলক পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সিপিআইএম-এর অফিসিয়াল ফেইসবুক পেইজে বলা হয়েছে দুইজন মন্ত্রী মিথ্যার প্রতিযোগিতা শুরু করেছে। মন্ত্রীসভার সিদ্ধান্ত মোতাবেক ২১ সেপ্টেম্বর যে ১২৫ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই গুলি হাসপাতালের জন্য। আর ৮ ডিসেম্বরের সিদ্ধান্ত মোতাবেক ৩৯ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে ব্লাড ব্যাঙ্কের জন্য। সিপিআইএম-এর অফিসিয়াল ফেইসবুক পেইজে এই দুইটি সিদ্ধান্তকে একত্রিত করে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নাম না করে মন্ত্রী রতন লাল নাথ এইদিন বলেন সিপিআইএম যে প্রতিটি ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে তার জলন্ত উদাহরণ