Friday, February 7, 2025
বাড়িরাজ্য১৬ ডিসেম্বর পালন করা হবে বাংলাদেশের মহান বিজয় দিবস

১৬ ডিসেম্বর পালন করা হবে বাংলাদেশের মহান বিজয় দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। প্রতিবছর জাঁকজমক ভাবে এই বিজয় দিবসকে উদযাপন করে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়। এই বছর বিজয়ের ৫০ তম বর্ষ উদযাপন করছে বাংলাদেশ। তাই আরও একটু জাঁকজমক পূর্ণ ভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোভিডের কারনে কিছু বিধি নিষেধ আছে।

সেই গুলিকে মান্যতা দিয়েই এই বিজয় দিবস উদযাপন করা হবে বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে। মঙ্গলবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনার জুবায়েদ হুসেন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। স্থানীয় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান করা হবে। দুটি পর্বে হবে কর্মসূচী। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের প্রদেয় বানী পাঠ করা  হবে। দ্বিতীয় পর্বের সূচনা হবে সেদিন সকাল ১০ টায়।

 জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশকে নিয়ে ত্রিপুরার শিল্পীদের গাওয়া গানের আবরণ উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যক্ষ রতন চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য