স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে ৭ রামনগর কেন্দ্র থেকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন। শুক্রবার ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান ত্রিপুরা হিউম্যান রাইটস্ -এর কর্মকর্তারা। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন প্রতিযোগিতা করবেন গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান রক্ষা এবং দেশ বাঁচানোর লড়াইকে শক্তিশালী করার জন্য। মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সম্প্রসারণের লড়াইকে বিধানসভায় অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য পুরুষোত্তম রায় বর্মন প্রার্থী হয়েছেন জানান তারা।
পাশাপাশি বলা হয় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে ও রাষ্ট্রীয় অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে লড়াই আরো বেশি শক্তিশালী করা হবে। টি এইচ আর ও পক্ষ থেকে এদিন দাবি করা হয় সিপিআইএম ও বামফ্রন্টের সহযোগী দলসমূহ, জাতীয় কংগ্রেস ও তিপ্রা মথা সহ ত্রিপুরার প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে মানবাধিকার আন্দোলনের প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে সমর্থন করার জন্য। রাজ্যবাসীর কাছে সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে ফ্যাসিস্ট সুলভ শাসনের অবসানের প্রতিটি কেন্দ্রে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে “আমার ভোট আমার অধিকার” এই স্লোগান নিশ্চিত করার জন্য অনন্ত্র প্রহরির ভূমিকা পালন করতে আহ্বান জানান তারা।