Thursday, January 16, 2025
বাড়িরাজ্যমমতার দুদিনের সফর রাজ্যে, ঘোষণা তৃণমূল কংগ্রেসের

মমতার দুদিনের সফর রাজ্যে, ঘোষণা তৃণমূল কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি :  আগামী ৬ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে রাজ্যে আছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিকালবেলা বিমানবন্দরে আসার পর স্বাগত জানানো হবে। তারপর তিনি মাতাবাড়ির উদ্দেশ্যে যাবেন পূজো দিতে। ৭ ফেব্রুয়ারি আগরতলা শহরে একটি পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার পর রাজ্যবাসী কাছে নিজের বার্তা উপস্থাপন করবেন।

মঙ্গলবার প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রদেশ সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারলে বিজেপির শেষ বাঁশি বেজে যাবে। আর সরকারে থাকতে পারবে না বিজেপি। বর্তমানে দেখা যাচ্ছে শাসক দলের গুন্ডাবাহিনী বহু জায়গায় আক্রান্ত হচ্ছে। তাই মানুষ রুখে দাঁড়ালে সরকার আসন্ন বিধানসভা নির্বাচনে পরাস্ত হবে। জোটের বিষয়ে তিনি বলেন বিগত পুর নির্বাচনের সময় কংগ্রেস ও সিপিআইএমের জোট কোথায় ছিল? এখন তারা নিজের স্বার্থে জোটে হয়েছে। কিন্তু রাজ্যের মানুষ ঠিক করবে তারা কাকে ভোট দেবে। তবে মানুষের আস্থা রয়েছে তৃণমূল কংগ্রেসের উপর। মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করে সরকারি প্রতিষ্ঠিত করতে চায় বলে অভিমত ব্যক্ত করলেন তিনি। পাশাপাশি প্রদেশ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া সুবল ভৌমিকের প্রসঙ্গে যেহেতু তিনি কোন রাজনৈতিক দলে যোগদান করেননি তাই তিনি এখনো তৃণমূল কংগ্রেসের সৈনিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য