স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : সোমবার রাতে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ন মুড়ির টুলি এলাকায় বিজেপি কর্মীদের আক্রমণ করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
ঘটনার বিবরনে জানা যায় এদিন রাতে দুই বিজেপি কর্মী দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে মুড়ির টুলি এলাকায় আসতেই পরিকল্পনা মাফিক রাস্তায় একটি কাঠের মধ্যে প্যারাগ পুতে দুজনকে আক্রমণ করে। অভিযোগ সিপিএম দলের কর্মীরা তাদের আক্রমণ করেছে। পরবর্তীতে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে যায় এলাকায়। তাতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আক্রান্ত দুই বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের কাছে বিজেপি কর্মীরা দাবি জানিয়েছে যাতে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হয়।