Friday, March 29, 2024
বাড়িরাজ্যমাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি :  বিধানসভা নির্বাচনের পর হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ই মার্চ। প্রথম দিনের বিষয় ইংরেজি পরীক্ষা হবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৮ ই এপ্রিল। মূল পরীক্ষাগুলি ২৮ মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। একই সময়ে শুরু হবে মাদ্রাসা আলিমের পরীক্ষা। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ মার্চ। প্রথম দিন ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এ বছর শেষ হবে ১৯ এপ্রিল। এ ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের মূল পরীক্ষা গুলি এপ্রিল মাসের ৫ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। মাদ্রাসা ফাজিল শুরু হবে ১৫ মার্চ থেকে। শেষ হবে ৫ এপ্রিল। মঙ্গলবার গোর্খাবস্তি স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা। সাংবাদিক সম্মেলনের সঙ্গে ছিলেন সচিব দুলাল দে। এ বছর মাধ্যমিকের ভেনু রয়েছে ১৫২ টি এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন রয়েছে ১০০ টি। পাঁচ নম্বরের বেশি প্রশ্নপত্র থাকবে না। বিধানসভা নির্বাচন থাকার দরুন পরীক্ষার দিনক্ষণ পিছুতে হয়েছে। সেকেন্ডারি এডুকেশন অধিকর্তার সঙ্গে বৈঠকের পথ এই রুটিন স্থির করা হয়েছে। পরীক্ষার সময় তিন ঘন্টা ১৫ মিনিট। এবছর একাদশে এন্ড রোল করেছে ৩৮ হাজার। মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেছে ৪৩ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী। এর আশেপাশেই পরীক্ষার্থীর সংখ্যা থাকবে বলে জানান সচিব দুলাল দে। আগামী সপ্তাহের মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা স্পষ্ট হয়ে যাবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য