Friday, October 18, 2024
বাড়িরাজ্যআবারো দফতরের অধিকর্তার দারস্থ জে এম সি ১০,৩২৩

আবারো দফতরের অধিকর্তার দারস্থ জে এম সি ১০,৩২৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : আবারো টার্মিনেশন লেটারের জন্য দপ্তর আধিকারিকের সাথে দেখা করলেন জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর একটি প্রতিনিধি দল। ডেপুটেশন প্রদান করে প্রতিনিধিদল জানান শিক্ষক-শিক্ষিকাদের এখনো দপ্তর টার্মিনেশন লেটার দেয় নি। ফলে স্পষ্ট ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকা চাকুরিচ্যুত হয় নি। এখন পর্যন্ত স্পষ্টীকরণের জন্য পঞ্চম বার দপ্তরের অধিকর্তার সাথে দেখা করা হয়েছে।

 দপ্তরের অধিকর্তা কোন সুস্পষ্ট জবাব দিতে পারছেন না। উনার কাছে দাবি জানানো হয়েছে তিনি যাতে তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে তুলে ধরেন। কারণ তদন্ত কমিশনের রিপোর্ট সামনে নিয়ে না আসার পেছনে কী রহস্য রয়েছে তা জানতে চাইছে শিক্ষক-শিক্ষিকারা। তবে আর টি আই দিয়ে দেখা গেছে তদন্ত কমিশনের রিপোর্ট চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে রয়েছে। কিন্তু সেটা আড়াল করার প্রচেষ্টা করছে সরকার বলে অভিযোগ তোলেন।

এবং সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে ৪৬১ জনের বিরুদ্ধে যেহেতু মামলা করা হয়েছে তাদের চাকরিচ্যুতের নোটিশ প্রদান করতে। এর মধ্যে ২০১২ সালে নিয়োজিত বিজ্ঞান শিক্ষকের চারজন রয়েছে। যারা এখনো চাকরি করছেন। ১০,৩২৩ -এর চাকরি যায়নি। কিন্তু সরকার বলছে সকলর চাকরি চলে গেছে। তাই দপ্তরের অধিকর্তার কাছে পুনরায় দ্বারস্থ হয়ে সদুত্তর চাওয়া হচ্ছে। দপ্তরের অধিকর্তা যদি সদুত্তর না দেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে জে এম সি ১০,৩২৩ সংগঠন। রাজ্যজুড়ে চরম আন্দোলন গড়ে তুলবে। দপ্তরের অধিকর্তার জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে সদুত্তর দেওয়া হবে বলে ডেপুটেশনের পর জানান কমল দেব। প্রতিনিধিদলে এদিন উপস্থিত ছিলেন কমল দেব, অজয় দেববর্মা, প্রণব দেব, সিদ্ধার্থ দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য