স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : সময়মতো বীজ, সার, কীটনাশক ঔষধ, সেচের জল ও মূলধনের অভাবে কৃষকরা জমিতে সঠিকভাবে ফসল ফলাতে পারছে না বলে অভিযোগ তুলল বাঙালি কর্ষক সমাজ। এবং কৃষকরা ফসলের ন্যায্য দাম না পাওয়ায় বর্তমানে রাজ্যে বৃহদাকার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে।
সম্প্রতি অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, প্রতিটি ব্লকে হিমঘর ও প্রতি ইঞ্চি জমিকে সেচের আওতায় নিয়ে আসা, ফসলকে কৃষি বিমা আওতায় নিয়ে আসা, কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করার দাবি সহ ৭ দফা দাবিতে সোমবার বাঙালি কর্ষক সমাজ রাজ্য কমিটির পক্ষ থেকে কৃষি দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। কারণ জমিতে ধান, আলু, কপি থেকে শুরু করে শীতকালীন সবজি অকাল বর্ষণে নষ্ট হয়ে গেছে। যদি আর্থিকভাবে সহযোগিতা না পায় কৃষকরা তাহলে পুনরায় ফসল ফলাতে পারবেন না এবং গোটা রাজ্যের অর্থনীতির উপর প্রভাব পড়বে বলে ডেপুটেশনের পর জানান বাঙালি কর্ষক সমাজের রাজ্য সম্পাদক দুলাল ঘোষ।
তিনি আরো বলেন অকাল বর্ষণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা নিরুপায়। সরকার যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দেয়, তাহলে তারা পুনরায় ফসল ফলাতে পারবে না। তাই সরকারের সহযোগিতার দাবি জানিয়ে দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।