Friday, March 29, 2024
বাড়িরাজ্যনেতাজি জন্ম জয়ন্তী, শহরে হয় বর্নাঢ্য শোভাযাত্রা

নেতাজি জন্ম জয়ন্তী, শহরে হয় বর্নাঢ্য শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি :  সোমবার আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। তারপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিন শোভাযাত্রাটি পোস্ট অফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, আইজিএম চৌমুহনি, ওরিয়েন্ট চৌমুহনি, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, কামান চৌমুহনি, নেতাজি কর্নার, নেতাজি চৌমুহনি হয়ে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

 পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের অধিকর্তা শরদিন্দু চৌধুরী বলেন ২৩ জানুয়ারি পালন একটা ঐতিহ্যের বিষয়। এই দিনটির জন্য সমগ্র আগরতলাবাসী অপেক্ষা করে থাকে। ২৩ জানুয়ারি উপলক্ষ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শোভা যাত্রা দেখতে সকাল থেকে রাস্তার পাশে মানুষ অপেক্ষা করতে থাকে। এইটা বিদ্যালয়ের জন্য একটা গৌরব ও আনন্দের বিষয়। পাশাপাশি তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী তুলে ধরেন। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত এইদিনের বর্নাঢ্য শোভা যাত্রায় বিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। এই সুসজ্জিত শোভা যাত্রার মধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয়। দেশের প্রতি যাতে মানুষের সম্মান মর্যাদা আরো বেশি বৃদ্ধি হয় তার জন্য বিভিন্ন সচেতন মূলক দিকও থিমের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য