স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : রবিবার রাত নয়টার নাগাদ লেইক চৌমুহনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। পথচারীরা এদিন রাতের বেলা আগুন দেখে খবর দেয় দমকল কর্মীদের।
ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কিন্তু কিভাবে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীরা। আবার অনেকের ধারণা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। খবর লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে অভিমত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।