স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : প্রচারে ত্রুটি রাখছে না মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও তিনি ৮ নং টাউন বড়দোয়ালি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপির হয়ে প্রচারে প্রধান মুখ হিসেবে কাজ করছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সময় সময়ে প্রচার সারছেন তিনি। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন রাজ্য সরকারের পাঁচ বছরের খতিয়ান।
রবিবার ছুটির দিন ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৫২ ও ৫৩ নং ওয়ার্ডে প্রচার সারেন মুখ্যমন্ত্রী। প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী জানান প্রচারে ব্যাপক সারা মিলছে। মানুষ আস্থাশীল বিজেপি-র উপর। প্রধানমন্ত্রীর ভরসা রাখে রাজ্যের মানুষ। আগামী দিনে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভোটারেরা মুখীয়ে আছে। এই ক্ষেত্রে উন্নয়ন বড় বিষয়। সময়ের সাথে সাথে রাজ্যের আরো উন্নয়ন ঘটুক এটাই চাইছে সকলে। এদিনের প্রচারে সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব।