Friday, March 29, 2024
বাড়িরাজ্যবামেদের ব্যাপক প্রচার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে

বামেদের ব্যাপক প্রচার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : ত্রিয়োদশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোট হয়েছে সিপিআইএম এবং কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল। যৌথ প্রচারের মাঝে পৃথক পৃথক ভাবে প্রচারে অংশ নিচ্ছে বিরোধী দলের নেতৃত্বরা। প্রচারে মিলছে ব্যাপক মাইলেজ। দীপ্ত হচ্ছে জোটের মিছিল। রবিবার ছুটির দিনে ত্রিয়োদশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম আড়ালিয়া লোক্যাল কমিটির উদ্যোগে আড়ালিয়া পঞ্চবটি এলাকা থেকে এক মিছিল সংগঠিত করা হয়।

 বাম- গনতান্ত্রিক জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এই মিছিল করে সিপিএম। উপস্থিত নেতৃত্ব জানান পাঁচ বছর বিজেপি সরকারের আমলে অমানবিকভাবে পরিস্থিতির মধ্য দিয়ে কাটাতে হয়েছে। কোন ধরনের কর্মসূচি সংঘটিত করতে পারেনি বামেরা। তাই এই পরিস্থিতির পরিবর্তন করে তাদের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। আয়োজিত মিছিলে এছাড়া উপস্থিত ছিলেন ডুকলি মহাকুমা কমিটির সম্পাদক নারায়ন দেব সহ অন্যান্যরা। একই রকম ভাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম ডুকলি বিভাগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মধ্য ডুকলি থেকে শুরু করে বিভিন্ন পথ ঘুরে জুয়েলস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে জুয়েলস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন  ডি ওয়াই এফ আই- ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী, নারীনেত্রী স্বপ্না দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচার সজ্জায় অংশ নিতে দেখা যায় সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বদের। এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে দুই দলের কর্মীরা হাতে দুই দলের দলীয় পতাকা নিয়ে প্রচারে সামিল হয়। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪৪ নং বুথ ক্ষুদীরাম পল্লী এলাকায় প্রচার সজ্জায় সামিল হন তারা। তবে কিছু কিছু ক্ষেত্রে দুষ্কৃতীরা আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। পুলিশকে অবগত করার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান। বিধানসভার ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ময়দানে ত্যাজী হচ্ছে বিরোধীরা। বিজেপি কিছুটা এগিয়ে থেকে লড়াই শুরু করলেও বিরোধীদের প্রচার থেমে নেই। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সমস্ত ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য