স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল রবিবার। আগরতলা পুর নিগম থেকে কোন সুরাহা না করা শেষ পর্যন্ত জবরদখল করে দোকান ঘর নির্মাণ করতে চায় উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাজগঞ্জে বাজারে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। ঘটনার বিবরনের জানা যায়, বাজারে নিউমার্কেট ঘর নির্মাণ করার সময় কিছু ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছিল।
পরবর্তী সময় পাঁচজন ব্যবসায়ী নিউমার্কেট সহ বাজারে কোন জায়গায় স্থান পায়নি। তাই এদিন সকাল বেলা বাজারের একটি জায়গা দখল করে ঘর নির্মাণ শুরু করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা বলে অভিযোগ। তখন মহারাজগঞ্জ বাজারের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসে বাধা দেওয়া হয়। সৃষ্টি হয় চাঞ্চল্য। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি চন্দন নাহা জানান, তাদের সমস্যার বিষয়টি নিয়ে আগরতলা পুর নিগমের মেয়রের সাথে কথা হয়েছিল। মেয়র বলেছিলেন তাদের জন্য জমির বন্দোবস্ত করে ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু তারই মধ্যে তারা কয়েকজন মিলে এলাকার ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি নিয়েছে বলে দোহাই দিয়ে দোকান ঘর নির্মাণ করে ফেলছে। তাই তাদের বাধা দিলে সৃষ্টি হয় উত্তেজনা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহারাজগঞ্জে ফাঁড়ির পুলিশ। কোনক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।