Sunday, May 19, 2024
বাড়িরাজ্যপশ্চিম জেলা শাসকের শরণাপন্ন সিপিআইএম

পশ্চিম জেলা শাসকের শরণাপন্ন সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : সিপিআইএমের প্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে এবং দলীয় কর্মসূচি করতে গিয়ে বাধার মুখোমুখি হয়ে পশ্চিম জেলা শাসকের দ্বারস্থ হলো সিপিআইএম পশ্চিম জেলা কমিটি নেতৃত্ব। এদিন দুজনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সম্পাদক রতন দাস ও সদর মহকুমা কমিটি সম্পাদক শুভাশিস গাঙ্গুলী।

 ডেপুটেশনের পর সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান, আসন্ন নির্বাচনের আগে বিরোধী দল সিপিআইএম কোথাও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ করতে পারছে না। সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে বিজেপি। এর মধ্যে বিশেষ করে সিপিআইএম দলীয় অফিসগুলি খোলা যাচ্ছে না, পাড়ায় পাড়ায় মিছিল সংঘটিত করা যাচ্ছে না এবং সভা করা যাচ্ছে না। সর্বত্র বিজেপির বাধার মুখে পড়ছে সিপিআইএম কর্মী সমর্থক। এ বিষয়গুলি জেলা শাসককের কাছে উপস্থাপন করে বলা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। নাহলে শান্তিপূর্ণ ভোট সংগঠিত করা সম্ভব নয়। পাশাপাশি জেলা শাসককে আরো অবগত করা হয়েছে এদিন খয়েরপুর বাজারে আয়োজিত সভায় বাধা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করলেও এ ধরনের বাধার মুখোমুখি হতে হচ্ছে। অপরদিকে ড্রপ গেইট থেকে এদিন বিকালবেলা সংগঠিত হয়েছে সে মিছিলটি ত্রিবেনী সংঘ এলাকায় যেতেই বাধা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি দলের দুষ্কৃতীরা। তাই ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে বলে জানান রতন দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য