স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চারটি বসতঘর সহ জমিয়াদের ফসল। ঘটনা মুঙ্গীয়াকামী থানাধীন নোনা ছড়া এডিসি ভিলেজর প্রজা বাহাদুর মলসুম পাড়ায়। জানা যায় রবিবার বিকেল পাঁচটা নাগাদ এলাকার একটি ঘর থেকে ধোয়া বের হতে দেখে এলাকাবাসীরা দৌড়ে আসে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
ঘরের সামনে থাকা কিছু পরিমাণ জুমের ধান বের করতে পারলেও চারটি পরিবারের সারা বছরের খাদ্যশস্য জুমের ধান সহ অন্যান্য জুমের ফসল আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে যায়। কারণ এই প্রত্যন্ত অঞ্চল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের দূরত্ব এতটাই যে খবর পাওয়া মাত্র ছুটে গেলেও বেহাল রাস্তার কারণে সময় মতো পৌঁছতে পারেনি দমকল কর্মীরা। যদিও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার আরো বেশ কিছু টঙ ঘর গুলি আগুনের ছোঁয়া থেকে রক্ষা করা গেছে। তারপরও চার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই ঘটনায় দাবি উঠেছে যাতে প্রশাসনিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা করা হয়।