স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : ৬০ উর্ধ্ব এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু। ঘটনা কদমতলা তারকপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম চিনুবালা দাস। মোমবাতি আগুন লেগে পুড়ে যায় বৃদ্ধার শরীর। জানা যায়, চিনুবালা দাস নামে এই মহিলা শনিবার গভীর রাতে প্রাকৃতিক কাজ করতে কুপি জ্বালিয়ে বাইরে গেলে সেই বাতি থেকে আগুন ধরে তার শরীরে।
ভোর ছয়টা নাগাদ ঝলছে যাওয়া দেহ দেখতে পায় পরিবারের লোকজনেরা। প্রশ্ন হচ্ছে এই বৃদ্ধার গায়ে আগুন লাগার পর চিৎকার কি শুনতে পায়নি বাড়ির লোকজন? পুলিশের তদন্তে বের হয়ে আসবে আসল রহস্য। তবে বাড়ির লোকজনদের বক্তব্য কয়েকদিন চিনুবালা দাসের মানসিক অবসাদে ভুগছিল। বসত ঘরের কুড়ি থেকে পঁচিশ মিটার দূরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান এলাকাবাসী। কদমতলা থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠায়। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়।