Thursday, April 18, 2024
বাড়িরাজ্যঅভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত। ঘটনার বিবরণে জানা যায় ২০২১ সালের ১৫ এপ্রিল আমতলি থানা এলাকার বাসিন্দা রতন দেবনাথ নিজ বাড়িতে তার স্ত্রী প্রতিমা দেবনাথকে কুড়াল দিয়ে কুপিয়ে নিশংশ ভাবে হত্যা করে। এই ঘটনার পর আমতলি থানায় একটি মামলা দায়ের করা হয়।

 মামলার তদন্তকারি অফিসার মিঠুন সাহা ঘটনার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। তারপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। আদালতে দীর্ঘ শুনানি চলাকালীন সময় মোট ২৩ জন স্বাক্ষির সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। মামলার শুনানি শেষে শনিবার পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস অভিযুক্ত রতন দেবনাথকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি রতন দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় আসামি রতন দেবনাথকে আরও ২ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক। আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেব।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য