স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি : নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা কলাপাতা করে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল বিরোধী দলের দলীয় অফিস। ঘটনা আবারো মন্ত্রীর বিধানসভা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল মলয়নগর স্থিত সিপিআইএমের কার্যালয়। এই বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ এর কাছে জানতে চাওয়া হলে কোন রাজনৈতিক দলের তরফে এই বিষয়ে মামলা দায়ের করা হয়নি। কিন্তু পুলিশ একটি স্বতপ্রণোদিত মামলা নিয়েছে। শ্রীনগর থানা বিষয়টির তদন্ত করছে। সকালে এই ভাঙ্গাচড়া দৃশ্য প্রকাশ্যে আসতেই চোখ কপালে ওঠার উপক্রম। নির্বাচন ঘোষণা হওয়ার পর এ ধরনের কর্মকান্ড কিভাবে সম্ভব? কোথায় ছিলেন প্রশাসনের আধিকারিকরা? স্পর্শকাতর কিংবা অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের কি সঠিকভাবে মোতায়েন করা হয়েছে সেই সব বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণের মধ্যে। সব মিলিয়ে মহকুমা প্রশাসন কিংবা জেলা প্রশাসন কিংবা রাজ্য নির্বাচন দপ্তর আগামী দিনে এই সমস্ত বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার।