স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর। বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বছর উপলক্ষে রবিবার জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিএসএফের অবদানকে তুলে ধরতে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করছে বিএসএফ । এই প্রয়াসে, “মৈত্রী সাইকেল র্যালি” এবং বিএসএফ-বিজিবি মৈত্রী ফুটবল ম্যাচ সিরিজ “বিএসএফ-এর ইস্টার্ন কমান্ডের অধীনে সমস্ত সীমান্ত সড়কে সংগঠিত হয়েছিল।
সীমান্ত এলাকার উভয় পাশে বসবাসকারী জনগন সহ সমস্ত বিভাগ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিল। এরকম আরেকটি উদ্যোগ রবিবার দুপুর ১ টায় আখাউড়া স্থল বন্দরে। “বাংলাদেশের সাথে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজন করা হচ্ছে। ত্রিপুরা ও বাংলাদেশের সাংস্কৃতিক দল এতে অ্ংশ নেবে। উভয় দেশ অভিন্ন জাতিসত্তা এবং একই সংস্কৃতির অংশীদার এবং সীমান্তে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক সীমানার উভয় পাশের সীমান্ত জনগণের মধ্যে বন্ধুত্ব ও আস্থার মনোভাবকে আরও বাড়িয়ে তুলবে। এ ধরনের সব বন্ধুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক, যুব বিষয়ক, ক্রীড়া মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। ইভেন্ট চলাকালীন, প্রখ্যাত ব্যক্তিত্ব ও রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যুদ্ধের প্রবীণ সৈনিকদের সংবর্ধনা, বাংলাদেশ ও ভারতের বিখ্যাত ট্রুপদের পারফরম্যান্স, ওয়ার ভেটেরান্সদের অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কফি টেবিল বই প্রকাশ করা হবে।