ক্রীড়া প্রতিনিধি ।। জয়ের হ্যাট্রিক করলো ত্রিপুরা।আবারও বিশালের বিশাল ব্যাট জ্বলে উঠলো। আর বিশালের তেজেই ভষ্মিভূত হলো সিকিম। জয়পুরে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপের খেলায় শনিবার সওয়াই মানসিং স্টেডিয়ামে ত্রিপুরা ৮ উইকেটে পরাজিত করে সিকিমকে। সিকিমের গড়া ২৩১ রানের জবাবে ত্রিপুরা ২৩ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিশাল ঘোষ ১২৭ রানে অপরাজিত থেকে যায়। এনিয়ে টানা দুই ম্যাচে শতরান করে ত্রিপুরার ওই ওপেনারটি। আজ নাগাল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের চতুর্থ ম্যাচ খেলবে ত্রিপুরা।
এদিন সকালে টসে জয়লাভ করে সিকিমের অধিনায়ক ক্রান্তি কুমার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলের ওপেনার লিয়ান খান দলকে লড়াই করার স্কোর গড়তে বড় ভূমিকা নেন। ঠান্ডা মাথায় ব্যাট করে শতরান করার পাশাপাশি দলকে লড়াকু স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয় লিয়ান। ওপেনার চিতিজ তামাং এর সঙ্গে ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করেন লিয়ান। চিতিজ (১০) আউট হতেই কিছুটা চাপে পড়ে সিকিম। এরপর লিয়ানের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেন দলনায়ক ক্রান্তি কুমার। ওই জুটি যখন সিকিমকে বড় স্কোর গড়াতে যখন স্বপ্ন দেখাতে থাকে তখনই আঘাত আনেন মনিশঙ্কর মুড়াসিং। এরপর আর কোনও জুটি তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সিকিম নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান করে। লিয়ান ১৪৮ বল খেলে ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২০ রানের দুরন্ত ইনিংস খেলেছে। এছাড়া কার্তিক সি এ করেন ২১ রান ৩০ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে। ত্রিপুরার পক্ষে অমিত আলী ৫০ রানে ৪টি এবং মণিশঙ্কর মুড়া সিং ৫২ রানে ২টি উইকেট পায়।
জবাবে খেলতে নেমে রাজ্যদলের শুরুটা ভালো হয়নি। অফ ফর্মে থাকা সম্রাট সিনহা এদিনও ব্যর্থ হয়েছে। দলীয় ১৫ রানের মাথায় সম্রাট (৪) প্যাভেলিয়নে ফেরে। এর পর গেলো দুই ম্যাচে শতরান করা ওপেনার বিশাল ঘোষ এবং সুমিত গোহিল প্রতিরোধ গড়ে তুলেন। ওই জুটি ত্রিপুরাকে জয়ের দিকে নিয়ে যেতে থাকে। দ্বিতীয় উইকেটের ওই জুটি ২০৪ বল খেলে ১৬৪ রান যোগ করেন। দুর্ভাগ্য সুমিতের। দুরন্ত ব্যাট করেও আসরে নিজের দ্বিতীয় শতরান থেকে বঞ্চিত হয়েছেন। সুমিত ১০৩ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করে। সুমিত আউট হতেই বিশালের সঙ্গে জুটি বাঁধে শোভম ঘোষ। দলের ১৯৪ রানের মাথায় আসরে নিজের দ্বিতীয় শতরান করে বিশাল। ১১৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে শতরান করেন ত্রিপুরার ওই ওপেনারটি। শেষ পর্যন্ত ওই জুটি অবিছিন্ন থেকে ত্রিপুরাকে কাঙ্খিত জয় এনে দেয়। রাজ্যদল ৪৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিশাল ১৩৭ বল খেলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১২৭ রানে এবং শোভম ২৯ বল খেলে ১৭ রানে অপরাজিত থেকে যান। টানা ৩ ম্যাচে জয়লাভ করে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ত্রিপুরা।