আগরতলা। ১১ ডিসেম্বর। প্রয়াত হলেন আরো এক চাকরিচ্যুত শিক্ষক। মৃত শিক্ষকের নাম সঞ্জিৎ সাহা(৫৫)। উনার বাড়ি উদয়পুর মহকুমার শালগড়া এলাকায়। এবং গত দুদিন আগে নীরেন সিনহা নামে আরো এক চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় প্যারাডাইস চৌমুহনি এলাকায় সিটি সেন্টারের সামনে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠনের পক্ষ থেকে প্রয়াত শিক্ষক সঞ্জিৎ সাহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রয়াত শিক্ষকের প্রতিকৃতি সামনে মোমবাতি জ্বালিয়ে চাকরিচ্যুত শিক্ষকরা সরকারি কাছে মৃত্যুর মিছিল রুখতে দাবি জানান। সংগঠনের কনভেনার কমল দেব জানান সঞ্জিৎ সাহা চাকুরি হারিয়ে সংসার প্রতিপালন করতে বিপাকে পড়েন। এর থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়ে মৃত্যু হয় সঞ্জিৎ সাহার। তাই সরকারের কাছে প্রশ্ন আর কতজন চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু হলে সরকার মানবিক হবে। সরকার মুখে বলছে মানবিক, কিন্তু সরকার মানবিক নয়। মৃত্যুর মিছিল বন্ধ করতে সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হচ্ছে। নয়তো চাকরিচ্যুতদের শিক্ষকরা পুনরায় রাস্তায় নামবে বলে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি।