স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন কুড়মা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১২ টি দোকান। দমকল বাহিনীর দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বীরগঞ্জ থানাধীন কুড়মা বাজারে আচমকা আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। আগুনের ভয়াবহতা দেখার পর দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় দমকল বাহিনীর দুইটি ইঞ্জিনের দির্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে প্রায় ১২ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে। তবে কি ভাবে এই অগ্নিসংযোগ ঘটেছে তা জানা যায় নি।