স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : তথাকথিত জনবিশ্বাস রথযাত্রার নিয়ে ৮ দিন ব্যাপী মাথা ঘাম পায়ে ফেলেছে শাসক দল বিজেপি। শুক্রবার প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাফাই দিয়ে জানান, সফল হয়েছে জনবিশ্বাস রথযাত্রা। গত পাঁচ জনুয়ারি থেকে শুরু হয়েছিল জন বিশ্বাস রথযাত্রার। এই রথযাত্রা স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ই জানুয়ারি পরিসমাপ্তি ঘটে। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা।
গত ৮ দিনে সাতটি বিধানসভার ১৬০০ কিলোমিটার পথ অতিক্রান্ত করেছে রথযাত্রা। ১৫ লক্ষ মানুসের সঙ্গে জনবিশ্বাস যাত্রার মাধ্যমে সংযোগ স্থাপন করা গেছে। ১০০ টি রোড -শো ও ২০০ টি সভা এর মাধ্যমে করা গেছে। সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি মানুষের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। যার নিরিখে বলা যায় ২০২৩ সালে বিজেপি সরকার রাজ্যের পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে জানান প্রদেশ সভাপতি। জোট আগেই ছিল। নতুন কোন দল এই জোটের শরিক হতে চাইলে তাদের স্বাগত জানাবে বিজেপি। আগে লুকিয়ে লুকিয়ে রাজ্য রাজনীতিতে সমঝোতা করত কংগ্রেস ও সিপিএম। এখন সেই সমঝোতা প্রকাশ্যে এসেছে। এতে বিজেপির লাভ হবে। আগামী দিনে ১৬ থেকে সিপিএম শূন্য হয়ে যাবে। কংগ্রেস রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে কটাক্ষ করেন তিনি।