Friday, February 14, 2025
বাড়িরাজ্যঅনুষ্ঠিত হয় লোক আদালত

অনুষ্ঠিত হয় লোক আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : শনিবার রাজ্যে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। উচ্চ আদালত সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসে। মোট ৫৪ টি কোর্টে ২৫৩৮ টি মামলা নিষ্পত্তির জন্য ওঠে। মূলত যান দুর্ঘটনায় ক্ষতি পূরণ, বৈবাহিক বিরোধ, এন আই অ্যাক্টের মামলা গুলি এদিন লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

লোক আদালতে যান দুর্ঘটনা ক্ষতি পূরণ মামলা ১৫৯ টি, আপোষ যোগ্য ফৌজদারি মামলা ২৭৬ টি, বৈবাহিক বিরোধ ১৩২ টি, এন আই অ্যাক্টের ১১৭ টি , দেওয়ানী সংক্রান্ত ১২ টি, অন্যান্য চারটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। ১৭৭৪ টি ব্যাঙ্ক ঋন অনাদায়ী প্রাক মামলা বিরোধ সহ ফিনান্স লিমিটেডের কিছু মামলা নিষ্পত্তির জন্য ওঠে। পশ্চিম জেলার  মুখ্য বিচার বিভাগীয় আদালত ও দেওয়ালী আদালতে এই জাতীয় লোক আদালত বসে। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য জানান দ্রুত ও বিনা  আইনি খরচে মামলা নিষ্পত্তির জন্য এই জাতীয় লোক আদালত বলে জানান তিনি। পশ্চিম জেলার ১২ টি স্থানে জাতীয় লোকা আদালত বসে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য