স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : সরকার পরিবর্তন হলেও রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার পরিবর্তন হয়নি। তবে বর্তমান সরকার পূবর্তন সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া স্কুল কম্পিউটার শিক্ষা আবার চালু করেছে। বর্তমানে কর্মরত রয়েছে ৬০৪ জন। কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চলার ফলে অনেকটাই সমস্যায় পড়ছে কম্পিউটার শিক্ষকরা। শুক্রবার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ্যের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের মুখপাত্র শুভঙ্কর রায়।
এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের মুখপাত্র আরো জানান, এ প্রজেক্ট দ্বারা উন্নয়ন হচ্ছে না। প্রজেক্টে শেষ হওয়ার পর পুনরায় আবার প্রজেক্ট হচ্ছে তারপর আবার কাজ চলছে। এবং এ প্রজেক্টটা তৃতীয় ব্যক্তির অধীনে থাকায় সাময়িক কোনো উন্নয়ন হচ্ছে না। তাই রাজ্য সরকার যাতে এই প্রজেক্টটি নিজ আওতায় নিয়ে আসে তার জন্য দাবি জানান। কম্পিউটারের শিক্ষার জন্য বইয়ের ব্যবস্থা করা। নাহলে এই শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না বলে জানান। এ প্রজেক্টের অধীন কর্মীদের বর্তমান বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সম্প্রতি যেভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে তাদের সংসার পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে। স্কুলগুলিতে তাদের কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি অন্যান্য কাজও করতে হয়। তাই সরকার যাতে তাদের সমকাজে সমবেতনের ব্যবস্থা করে। আগেও এই সমস্যাগুলো নিয়ে আগেও বহু মন্ত্রীর দারস্ত হয়েছে তারা। পজেটিভ আশ্বাস মিললেও এখন পর্যন্ত কোন সমস্যার সুরাহা হয়নি। তাই সরকার যাতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে দিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ভবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা।