স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : বিশালগড় মহকুমা রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে শাসক বিরোধী উভয় দলেরই প্রচার সজ্জা নষ্ট করা এক প্রকার ট্র্যাডিশন হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন ঠুঁটো জগন্নাথ। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই উপরে উঠছে বিশালগড় মহকুমা এলাকায়। রাজনৈতিক প্রতিহিংসায় যেমন আক্রান্ত হওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা, আবার ঠিক উল্টো অভিযোগ তুলছে শাসকদল বিজেপি। এতদিন বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করা অব্যাহত ছিল গোটা মহকুমা জুড়ে। কিন্তু শুক্রবার ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কমলাসাগর বিধানসভা এলাকায়।
স্থানীয় মন্ডল সহ সভাপতি হরেকৃষ্ণ ধর অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার গোকুলনগর রাস্তার মাথা বাজার এলাকায় শাসক দলের প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে একদল দুষ্কৃতিকারী। অভিযোগের তীর কংগ্রেস এবং সিপিআইএমের দিকে। শুক্রবার সকালে ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসে। তিনি আরও অভিযোগ করেন রাজ্যের শান্তি পরিবেশ কে বিনষ্ট করার জন্য এই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধীরা। আগামী দিনেও যদি এই ধরনের অপকর্ম চলতে থাকে তাহলে তার পরিণাম ভালো হবে না বলেও হুশিয়ারি দেন মন্ডল সহ সভাপতি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ কেন্দ্রীয় বাহিনী আনার পরেও কেন মহকুমার জুড়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন সঠিকভাবে কেন্দ্রীয় ফোর্স ব্যবহার করছে না নাকি রাজনৈতিক দলগুলির পরিকল্পনা ঘটনা এগুলি। কিন্তু এ ধরনের ঘটনা মহকুমা জুড়ে যেভাবে বেড়ে চলেছে তাতে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা যে সংঘটিত হবে না তার কোন নিশ্চয়তা নেই। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।