Monday, January 13, 2025
বাড়িরাজ্যচক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন হাপানিয়ায়

চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন হাপানিয়ায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি :  বহু প্রতীক্ষার পর শুক্রবার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নতুন চক্ষু অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন ফলক উন্মোচন করে নতুন চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০০৫ সালে ত্রিপুরা মেডিকেল কলেজের পথ চলা শুরু হয়।

মাঝে অনেক সমস্যা হয়েছিল। আগে চুক্ষু বিভাগ ও ইএনটি বিভাগ এক সাথে ছিল। জায়গার সমস্যা ছিল। নয়া ভবন হওয়ার পর কিছু জায়গা খালি হয়। তারপর চক্ষু বিভাগ পৃথক ভাবে করা হয়েছে। এতে এখন সুবিধা হবে। নতুন চক্ষু অপারেশন থিয়েটার চালু করার ফলে মানুষের সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন অর্থের সমস্যা থাকলে সরকার বিষয়টি দেখবে। মুখ্যমন্ত্রী আরও বলেন চোখের জন্য ভারত সরকারের অনেক গুলি স্কিম রয়েছে, সেই গুলিকে বাস্তবায়িত করে উন্নত মানের পরিষেবা প্রদান করা গেলে পার্শ্ববর্তি বাংলাদেশ থেকেও রোগীরা চিকিৎসার জন্য রাজ্যে আসবে। কথায় নয় কাজের মাধ্যমে প্রমান দিতে হবে। কাজের মাধ্যমে মানুষের কাছে পৌছাতে হবে। চোখ মানুষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই চোখের বিষয় নিয়ে কোন ধরনের গাফিলতি যেন করা না হয় তার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অরিন্দম দত্ত, টিএমসি-র এমএস ডাক্তার জয়ন্ত কুমার পোদ্দার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য