স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : হস্ত তাঁত, হস্ত কারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর ইন্দ্রনগর আই টি আই রোড এলাকায় হস্তশিল্প কারিগরদের জন্য একটি উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতা কেটে হস্তশিল্প কারিগরদের জন্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী রামপদ জমাতিয়া। সাথে উপস্থিত ছিলেন হস্ত তাঁত ও হস্ত কারু নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন স্ব-নির্ভর ভারত ও স্ব-নির্ভর ত্রিপুরা গড়ার বিষয়ে সকলকে চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী যা চাইছেন তা করতে হবে। নিজের কাজ করার পাশাপাশি দেশকে কিভাবে সম্মান জনক স্থানে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে ভাবতে হবে। বয়ন শিল্প, হস্তকারু শিল্পকে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি।