Thursday, January 16, 2025
বাড়িরাজ্যঅস্থায়ী অনশন মঞ্চ গুটিয়ে নিলো ১০,৩২৩, চলছে খোলা আকাশের নিচে আন্দোলন

অস্থায়ী অনশন মঞ্চ গুটিয়ে নিলো ১০,৩২৩, চলছে খোলা আকাশের নিচে আন্দোলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি :  আর্থিক অভাব অনটনের কারণে বৃহস্পতিবার ৮৫ দিনের মাথায় অস্থায়ী অনশন মঞ্চ গুটিয়ে নিলো ক্ষতিগ্রস্ত ১০,৩২৩ শিক্ষক সমাজ। অস্থায়ীভাবে ডেকোরেটর দিয়ে মঞ্চ গড়ে তোলা হয়েছিল। কিন্তু অভাব অনটন এতটাই চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে অনশন মঞ্চ ৮৫ দিনে গুটিয়ে নিতে হলো। তবে এদিন তারা ষ্পষ্ট বুঝিয়ে দিলেন সরকারের বর্তমান পদক্ষেপে সন্তুষ্ট নয়। কারণ সরকার ইতিমধ্যে তাদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করেছে। কিন্তু তারা তাকিয়ে রয়েছে সরকারের অন্তিম মন্ত্রিসভার বৈঠকে দিকে।

১০,৩২৩ স্পষ্ট জানিয়ে দেন অনশন মঞ্চ ভেঙে নেওয়া হলেও তারা খোলা আকাশের নিচে আগামী ১৪ জানুয়ারি মন্ত্রিসভার অন্তিম বাজেটের জন্য অপেক্ষা করবেন। আশাবাদী এই বৈঠকে তাদের নিয়ে সরকার কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে মন্ত্রিসভার সদস্যরা। এদিন সংগঠনের নেতা প্রদীপ বণিক আরো জানান সরকার বুঝে গেছে চাকুরী সকলের যায়নি। সরকার চাইলে তাদের নিয়ে আরো আগে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। যদিও সরকার কোন সিদ্ধান্ত না আসায় তারা চরম হতাশায় ভুগছে। কিন্তু তারা ১৪ জানুয়ারি পর্যন্ত একই স্থানে খোলা আকাশের নিচে অপেক্ষা করবে বলে জানিয়ে দেন। আরো বলেন তাদের আর্থিক অভাব অনতন চরমে উঠেছে। তারা মঞ্চ সাজিয়ে অনশন মঞ্চে বসে থাকতে পারছে না। তাই ইতিমধ্যে মঞ্চ গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনরত চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আশাবাদী সরকার তাদের নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে সময়ের অপেক্ষা। বিধানসভা বৈতরণী পার হতে সরকার কোন চূড়ান্ত সিদ্ধান্তে আসবে নাকি, কমিটির রিপোর্টের জন্য আগামী মার্চ মাস অব্দি অপেক্ষায় থাকবে সেটাই এখন দেখার বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য