Saturday, January 18, 2025
বাড়িরাজ্যজনবিশ্বাস রথ যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট

জনবিশ্বাস রথ যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : গোটা রাজ্যের মতো বামুটিয়া বিধানসভা কেন্দ্রেও চলছে শাসক দলের অপরাধজনক ঘটনা। বিজেপির জন বিশ্বাস যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট ও গায়েব করার অভিযোগ উঠেছে। অভিযোগের নিশানা শাসক দল বিজেপি দিকে।

কংগ্রেস কর্মীদের অভিযোগ মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতী দ্বারা বামুটিয়া বিধানসভার কামাল ঘাট, লক্ষ্মী পাড়া, শান্তি পাড়া এলাকার কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করে। বুধবার সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বামুটিয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব। বামুটিয়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে। গোটা রাজ্যের মতো বামুটিয়া বিধানসভা কেন্দ্রেও বিজেপির পাশে মানুষ নেই। এবং শাসক দল বিজেপি এগুলি যতই করবে কংগ্রেসের সংগঠন আরও বেশি মজবুত হবে। এ ধরনের নিন্দা যেন ঘটনার প্রতিবাদে কংগ্রেস আন্দোলনে যাবে এবং প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানান ব্লক কংগ্রেস সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য