স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বুধবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল অফ লজিস্টিকস এবং জলপথ যোগাযোগের উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্যরা। এইদিন বোতাম টিপে স্কুল অফ লজিস্টিকস এবং জলপথ যোগাযোগের উদ্বোধন করেন বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে আগামিদিনে দেশের মধ্যে সর্ব শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য নতুন নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান স্কুল অফ লজিস্টিকস স্থাপনের ফলে রাজ্যের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটা নতুন রাস্তা খুলে গেছে। ২০১৮ সালের পর থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি তিনি স্কুল অফ লজিস্টিকস-এ কি কি বিষয়ে শিক্ষা গ্রহণ করা যাবে তা তুলে ধরেন। অপরদিকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আলোচনা করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ৮ রাজ্যকে অষ্টলক্ষ্মী হিসাবে সম্বোধন করেছেন। পাশাপাশি বলেছেন অষ্টলক্ষ্মীর উন্নয়ন নাহলে দেশের উন্নয়ন হবে না। আগে দেশের আর কোন প্রধানমন্ত্রী এমন বলেন নি। মুখ্যমন্ত্রী এইদিন রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আরও বলেন আগে ত্রিপুরা রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে বাংলাদেশে নেশা সামগ্রী পাচার করত নেশাকারবারিরা। অপরদিকে ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় গাঁজা চাষ হত। সেই গাঁজা বহিঃরাজ্যে পাচার করা হত। কিন্তু বর্তমান সরকার নেশার বিরদ্ধে আপোষ হীন নিতি নিয়ে কাজ করছে। ফলে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থানে রয়েছে ত্রিপুরা।