স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : জনবিশ্বাস রথযাত্রা এবং বিজয় সংকল্প পদযাত্রায় অংশ নিতে মঙ্গলবার রাতে রাজ্যে আসেন প্রখ্যাত চলচিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। এম বি বি বিমানবন্দরে তাকে স্বাগত জানায় প্রদেশ নেতৃত্ব।
পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে দিয়ে তাকে রাজ্যে স্বাগত জানানো হয়। বুধবার তেলিয়ামুড়ায় বিজয় সংকল্প পদযাত্রায় অংশ নেবেন তিনি। একইসঙ্গে মজলিশপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত জনবিশ্বাস পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে চিত্রতারকা মিঠুন চক্রবর্তীর। এদিন বিকালের বিমানে রাজ্য ত্যাগ করবেন তিনি।