Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যকংগ্রেস ও সি পি আই এম -এর জোট নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কংগ্রেস ও সি পি আই এম -এর জোট নিয়ে কটাক্ষ শুভেন্দুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি :  “জল্লাদ, বর্বর সিপিআইএম, খুনি, ধর্ষণকারি সিপিআইএম।” “সিপিআইএম পার্টি ভয়ঙ্কর পার্টি”। “এই পার্টির বাবা-মা সবকিছু চিনে। সিপিআইএম পার্টি-র ভারতে কিছু নেই।” “কোন বুথে যেন সিপিআইএম খাতা খুলতে না পারে, তার ব্যবস্থা করতে হবে সকলকে।” মঙ্গলবার চড়িলামে বিজেপির জনসভায় এমনটা বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিশ্রামগঞ্জ থেকে বিজেপির কার্যকর্তারা বাইক মিছিল করে জন বিশ্বাস রথকে চড়িলাম নিয়ে যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী এইদিন কংগ্রেস ও সিপিআইএম-এর জোট নিয়ে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন “পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম জোট হয়ে লড়াই করেছিল। কিন্তু মানুষ তাদের সাফ করে দিয়েছে।” “এই সুবিধাবাদী জোটের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।” এইদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজেজু রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সাধারন মানুষের জন্য কি কি পরিকল্পনা হাতে নিয়েছে তা তুলে ধরেন। সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজেজু ছাড়াও উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রাম পদ জমাতিয়া, বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদুল বনিক সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য