স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : ২০১৮ সালে মানুষের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিশ্বাসকে সামনে রেখে এই জনবিশ্বাস রথযাত্রার আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে এ জনবিশ্বাস রথযাত্রার সূচনা হয়। ত্রিপুরার ইতিহাসে এই ধরনের প্রথম রথযাত্রা আয়োজন করা হয়েছে।
মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে রথযাত্রায়। ১২ জানুয়ারি উমাকান্ত স্কুলের সামনে এসে সমর্পণ হবে দুটি রথ। এদিন সকাল এগারোটার সময় রাজ্য সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি রাজ্যে এসে প্রথমে লঙ্কামুড়া ভূমিহীন কলোনিতে যাবেন। এলাকার মানুষের সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে পেয়েছে কিনা সে বিষয়ে কথা বলবেন। তারপর সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিষয়ে অবগত হবেন। পরে এলাকার এক বুথ সভাপতি বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন। তারপর তিনি এসে ঊমাকান্ত স্কুলের সামনে কার্যক্রমে অংশ নেবেন। এবং এই সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে সম্বোধন করবেন রাষ্ট্রীয় সভাপতি। তারপর সেখান থেকে তিনি চলে যাবেন গেস্ট হাউসে।
সেখানে বিজেপির কোর কমিটির সাথে বৈঠক করবেন। আলোচনার পর দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। মঙ্গলবার রাতে প্রদেশ বিজেপি নির্বাচনে কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও জানান পদ্ম চিহ্নে ভোট দিতে ইতিমধ্যে ডোর টু ডোর প্রচার শুরু হয়ে গেছে। মানুষের সমর্থন মিলছে। নিশ্চিত আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।
এবং অভাবনীয় জয় পাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান এখন পর্যন্ত বিজেপির জোটে রয়েছে আই পি এফ টি, অন্য কোন রাজনৈতিক দলের সাথে জোট নিয়ে আলোচনা হয়নি। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বিজেপির এই জনবিশ্বাস রথযাত্রায় কেন্দ্রীয় নেতৃত্ব হিমন্ত বিশ্ব শর্মা, লকেট চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, কিরণ ঋজু, লকেট চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তীর সহ অনেকেই অংশ নিচ্ছেন। মানুষ দুহাত তুলে রথযাত্রায় বিজেপিকে আশীর্বাদ করছে।