Saturday, July 27, 2024
বাড়িরাজ্যটি.আর.টি.সি বাস পরিষেবায় ভাড়া বাবদ ৫০ শতাংশ ছাড়, ঘোষণা কর্মচারীদের জন্য মহার্ঘ...

টি.আর.টি.সি বাস পরিষেবায় ভাড়া বাবদ ৫০ শতাংশ ছাড়, ঘোষণা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি :  ছাত্র-ছাত্রী এবং বিকলাঙ্গদের স্বার্থে টি.আর.টি.সি বাস পরিষেবায় ভাড়া বাবদ ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই ছাড় ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। ছাড় পাওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র অথবা ইউনিফর্ম বাধ্যতামূলক। মঙ্গলবার দুপুরে টি.আর.টি.সি-র চেয়ারম্যানের কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান টি.আর.টি.সি-র চেয়ারম্যান অভিজিৎ দেব। টি.আর.টি.সি-র কর্মচারীদের ১২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে।

 এই সিদ্ধান্ত ২০২২ সালের পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে। টি.আর.টি.সি-র কর্মচারীদের অর্জিত ছুটি বেতনের আওতায় নিয়ে অবসরকালীন সময়ে নগদে টাকা প্রদান করার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে প্রয়োজনীয় অতিরিক্ত টাকা বহন করার জন্য পরিবহন দপ্তরের মাধ্যমে ত্রিপুরা সরকারের নিকট অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে টি.আর.টি.সি-র বাস সার্ভিস পরিচালনার জন্য নতুন রুটের অনুমোদন প্রদান করা হয়েছে। কৈলাসশহর থেকে কুমারঘাট রেল স্টেশন পর্যন্ত টি.আর.টি.সি-র বাস পরিষেবা ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। ধর্মনগর থেকে আনন্দবাজার ভায়া কাঞ্চনপুর পর্যন্ত টি.আর.টি.সি বাস পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। তিনি আরও জানান পি.পি.পি মডেলে টি.আর.টি.সি বাস পরিষেবা ৬ টি রুটে চালু করা হবে। এই রুট গুলি হল নাগেরজলা থেকে শিলাছড়ি, নাগেরজলা থেকে গন্ডাছড়া, নাগেরজলা থেকে ওম্পি, নাগেরজলা থেকে সাব্রুম, খোয়াই থেকে মাতারবাড়ি এবং জিবি হাসপাতাল থেকে কমলাসাগর কসবা মন্দির।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য