স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : মঙ্গলবার ৪১ তম আগরতলা বইমেলাকে সামনে রেখে মুক্তধারা অডিটরিয়ামে প্রথম প্রস্তুতি সভা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা , আগরতলা স্থিত ভিসা অফিসের প্রথম সচিব আরিফ মহম্মদ, টি-বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
আগরতলা বইমেলা কেবল রাজ্য নয় পশ্চিমবঙ্গ , প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ প্রতিবেশী রাজ্যগুলির ক্রেতা, বিক্রেতা এবং বুদ্ধিজীবীদের আকৃষ্ট করে। প্রতিবছর এই বইমেলা সুনামের সঙ্গে সম্পন্ন করা হয়। শিল্প, সংস্কৃতি এবং বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে এই বইমেলা সম্পাদন করা হয়। এবারও একই লক্ষ্যে বইমেলা আয়োজন করা হবে। এদিন তারই প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সামনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। সেই সময় কোন কর্মসূচি নেওয়া যাবে না। তাই নির্বাচন ঘোষণার আগেই ফের একবার বৈঠকে বসা হবে। পুস্তকপ্রেমী, বুদ্ধিজীবী এবং দপ্তরের কর্মীরা এই বৈঠক চালিয়ে যাবেন। প্রত্যেকের গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে এবারকার ৪১ তম আগরতলা বইমেলা সুন্দর দিক নেবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্বাঞ্চলের বই বিক্রেতা ও ক্রেতাদের প্রত্যেকের সুবিধার কথা চিন্তা করে মেলা দিনক্ষণ স্থির করা হবে বলে জানান তিনি। মতামতের উপর ভিত্তি করে পরবর্তী বৈঠকে এই বিষয়টি আলোচনা স্থান পাবে বলেও জানান মন্ত্রী।