আগরতলা। ১০ ডিসেম্বর। রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে ১০০ স্কুল বেসরকারিকরণ করার। সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে বাঙালি ছাত্র সমাজ শুক্রবার উচ্চ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত বাঙালি ছাত্র সমাজের সচিব বিপ্লব দাস জানান সরকার ১০০ টি স্কুলকে বেসরকারিকরণ করতে নোটিশ দিয়েছে।
এতে রাজ্যের বড় অংশের ছাত্র-ছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হবে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি তোলা হচ্ছে যাতে সরকার বেসরকারিকরণ করার সিদ্ধান্ত থেকে সরে আসে। কারণ উন্নত শিক্ষার নাম করে সরকারের এ সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের পরিবারের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার কোনভাবেই যেন সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ না করে। আরও দাবি জানায় সরকার যাতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বাংলা ভাষা আবশ্যক করা হয়। পাশাপাশি উচ্চ শিক্ষা ক্ষেত্রে যেন ঋণ প্রদান করার ক্ষেত্রে সরকার সুদ গহন না করে এর জন্য দাবি জানানো হয়। এদিন ৯ দফা দাবি সনদ দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে তুলে দেওয়া হয়।