Monday, February 10, 2025
বাড়িরাজ্যসরকারকে হুঁশিয়ারি এন এস ইউ আই

সরকারকে হুঁশিয়ারি এন এস ইউ আই

আগরতলা। ১০ ডিসেম্বর। রাজ্য সরকার ১০০ টি স্কুল বেসরকারি করণ করতে চাইছে। সরকারের এ ধরনের ভুল সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় এন এস ইউ আই। সরকারের এই সিদ্ধান্তের যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে রাজ্যের প্রত্যেকটি স্কুলে ধর্নায় বসবে এন এস ইউ আই।

 শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই হুঁশিয়ারি দিলেন এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী কাছে দাবি জানানো হচ্ছে সরকারি স্কুল বেসরকারিকরণ করার সিদ্ধান্ত থেকে যাতে বিরত থাকে। নয়তো সারা রাজ্য জুড়ে ছাত্র আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি আরও বলেন রাজ্যে ছাত্রছাত্রীরা ইসান উদয় স্কলার্শিপ পাচ্ছে না। এ স্কলার্শিপটি যাতে দ্রুত চালু করার ব্যবস্থা করা হয় তার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য