Wednesday, February 12, 2025
বাড়িরাজ্য৫০ জন শিল্পপতির মৌ স্বাক্ষর

৫০ জন শিল্পপতির মৌ স্বাক্ষর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর: বৃহস্পতিবার এবং শুক্রবার প্রজ্ঞাভবনে শিল্প ও বানিজ্য দপ্তরের উদ্যোগে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ টানতে আয়োজিত হয় ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেসমেন্ট সামিট। দুদিনের এই সামিটের শেষ দিন ছিল শুক্রবার। এদিন সামিটে বেশ কয়েকটি বানিজ্যিক প্রতিষ্ঠানের  সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়। কোভিডের কারনে এক বছর পিছিয়ে এই সামিট করা হয়েছে।

তবে সামিট থেকে আশানুরুপ সাফল্য মিলেছে। ১০০ জন শিল্পপতি অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৫০ জন বেশ কিছু ক্ষেত্রের জন্য মৌ স্বাক্ষর করেন। প্রায় ২৫০০ কোটি টাকার মতো বিনিয়োগ হবে রাজ্যে। মূলত আই টি, রাবার, আগর এই ক্ষেত্রগুলিকে সব চাইতে বেশি মৌ স্বাক্ষরিত হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই অর্থ রাজ্যে বিনিয়োগ হবে। সামিটের সমাপ্তি দিনে অংশ নিয়ে এই কথা জানান টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়। এছাড়াও ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব, দপ্তরের সচিব পি কে গোয়েল সহ অন্যান্যরা। আগের সরকারের আমলে গঠিত শিল্প নিতির সঙ্গে বর্তমান সরকারের শিল্প নিতি পৃথক। আগে শিল্প তালুকে ৫ থেকে ৬ হাজার ইউনিট গ্যাস লাগত। এখন চাহিদা গিয়ে পৌঁছেছে ২২ হাজার ইউনিটে। রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ থাকার জন্য শিল্পদ্যোগীরা আসছে বলেও জানান তিনি। বন্ধ থাকা শিল্প কারখানাগুলি খুলেছে। তা একটা ইতিবাচক দিক। গ্যাসের জোগান রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উদ্বৃত্ত। যা শিল্পের জন্য বড় দিক বলে জানান টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী মনোজ কান্তি দেবের উপস্থিতিতে এই মৌ গুলি স্বাক্ষর হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য