নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স) : তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় মৃত সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৩ জনের দেহ পৌঁছল। বৃহস্পতিবার সন্ধেয় পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছয় জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মরদেহ। তামিলনাড়ুর সুলুর থেকে দিল্লিতে এল কপ্টার দুর্ঘটনায় নিহতদের দেহ।
বায়ুসেনার সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্টে করে দেহ আনা হয়। পালাম এয়ারবেসে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিপিন রাওয়াতের মেয়ে পালাম এয়ারবেসে মা-বাবাকে শেষ শ্রদ্ধা জানান। এদিন রাতেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দফতরের প্রতিমন্ত্রী অজয় ভাট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা দফতরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৪০ নাগাদ রাওয়াত সহ ১৩ জনের মৃতদেহ দিল্লির পালাম এয়ার বেসে আনা হয়। সেখানে রাত সাড়ে আটটা নাগাদ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তামিলনাড়ুর সুলুর থেকে মৃতদেহ রাজধানী দিল্লিতে আনা হয়। আগামীকাল শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য হবে মৃত সিডিএস বিপিন রাওয়াত রাওয়াতের। রাওয়াতের রাজ্য উত্তরাখণ্ডে পালিত হবে তিন দিনের শোক।
প্রসঙ্গত, বুধবার বেলা ১২টা ৪০ নাগাদ কুন্নুরে একটি চা বাগানে ভেঙে পড়ে সেনার এমআই-১৭ হেলিকপ্টার। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে সেনা বাহিনী। কপ্টারটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। ১৪ জন সওয়ারির মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান সেনা সর্বাধিনায়ক। অগ্নিদগ্ধ হয়ে মারা যান তাঁর স্ত্রী মধুলিকা।