স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : বৃহস্পতিবার মরসুমের ‘শীতলতম দিন’ দেখেছে রাজ্যবাসী। তাপমাত্রার পারদ কিছুটা কমতে শুরু করেছে। মাঝে মধ্যেই কুয়াশার চাঁদরে মুখ ঢাকছে গোটা শহর ও শহরতলী।
একটু উষ্ণতার জন্য আগুন পোহাতে দেখা যায় অনেককেই। সাথে গরম চায়ে চুমুক বারতি মাত্রা যোগ করে। শীত বস্ত্র পরিধান করে অনেকেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। ধীরে ধীরে ঠাণ্ডা পড়ায় সকালের দিকে শহর আগরতলায় এই দৃশ্য পরিলক্ষিত হয়। ডিসেম্বর মাসে ঠাণ্ডা তেমন ভাবে না পড়লেও বছরের প্রথমে ঠাণ্ডা জাকিয়ে পড়তে শুরু করেছে। সকালের দিকে ঠাণ্ডার প্রকোপ থাকে বেশি। আবহাওয়া দপ্তর সুত্রে জানা যায় রাজ্য জুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্ব নিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে।