Sunday, December 22, 2024
বাড়িরাজ্যরেশন শপের মাধ্যমে দেওয়া হবে সয়াবিন

রেশন শপের মাধ্যমে দেওয়া হবে সয়াবিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকার রেশন শপের মাধ্যমে সুলভ মূল্যে ১০০ গ্রাম ওজনের প্যাকেট জাতীয় সয়াবিন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রেশন শপগুলিতে সোয়াবিন সরবরাহের জন্য ইতিমধ্যে খাদ্য দপ্তর কর্তৃক এক সংস্থাকে নিযুক্ত করা হয়েছে। ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী রেশন শপ থেকে সয়াবিন সংগ্রহ করতে পারবে। প্রতি ১০০ গ্রাম সয়াবিন প্যাকেট মূল্য পড়বে ১৬ টাকা।

আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যের রেশন শপগুলিতে সয়াবিন সরবরাহ শুরু করা হবে। আশা করা যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে ভোক্তারা সুলভ মূল্যে সয়াবিন পাবে। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর। দেশের সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি ন্যূনতম চাহিদা মেটাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ওয়েলফেয়ার প্রকল্পের অধীন মাইক্রেনিউট্রিয়েন্ট উপাদন মিশ্রিত চাল তথা ফর্টিফায়েড চাল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। মিড ডে মিল এবং পোষণ অভিযানের অধীনে ২০২১ সাল থেকে এই চাল বিতরণে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে রাজ্যে। সেই সাথে গন বন্টন ব্যবস্থার অধীনে পিছিয়ে পড়া জেলা হিসেবে ধোলাই জেলায় এই চাল বিতরণ করা হচ্ছে। চলতি বছর থেকে এই চাল অন্যান্য জেলাতেও বিতরণ করার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সম্প্রতি গণবন্টন ব্যবস্থায় মজুদ পরিকাঠামোর আরো উন্নত করুন করার জন্য বিভিন্ন সেন্ট্রাল স্পন্সরড স্কিমের আউট নতুন খাদ্য গোডাউন তৈরির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জিলানিয়া বেলবাড়িতে ৫০০ মেট্রিক টন মজুদ ক্ষমতা সম্পন্ন একটি নতুন খাদ্য গোডাউন চালু করা হয়েছে। গত ৪ জানুয়ারি উদয়পুর চন্দ্রপুরে ১০০০ মেট্রিক টন মজুদ ক্ষমতা সম্পন্ন আরো একটি খাদ্য গোডাউন উদ্বোধন করা হয়েছে। এ খাদ্য গোডাউন গুলি অতি শীঘ্রই চালু করা হলে রাজ্যবাসীর জন্য অনেকটা সুবিধা হবে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা মাধ্যমেও চাল প্রদান অব্যাহত রয়েছে। রাজ্যের খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন ৫ লক্ষ ৯৯ হাজার পরিবার এই যোজনার মাধ্যমে উপকৃত হয়েছেন।  রেশন শপে সুলভ মূল্যে ১০০ গ্রাম ওজনের প্যাকেটজাত সয়াবিন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০০ গ্রাম সয়াবিন প্যাকেটের মূল্য পড়বে ১৬ টাকা।  যা খোলা বাজারের মূল্যের তুলনায় অনেকটাই কম। খুব শীঘ্রই নিযুক্তিকৃত সাপ্লায়ার রাজ্যের রেশন সোপ গুলিতে সোয়াবিন সরবরাহ শুরু করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যের জনগণ সুলভ মূল্যে সয়াবিন বিতরণের সুবিধা গ্রহণ করতে পারবে বলে জানান খাদ্য দপ্তরের বিশেষ সচিব। ২০২১ সাল থেকে মিড ডে মিল ও সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প মাধ্যমে রাজ্যে ফার্টিফায়েড চাল বিতরণের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সেই সঙ্গে গণবণ্টনের অধীনে ২০২২ সালের এপ্রিল মাস থেকে পিছিয়ে পড়া জেলা হিসেবে রাজ্যের ধোলাই জেলাতে ফার্টিফায়েড চাল বিতরণ করা হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে রাজ্যের অন্যান্য জেলাতেও এই চালের বিতরণ শুরু হবে। রাজ্যের গনবন্টন ব্যবস্থা স্টোরেজ পরিকাঠামোর আরো উন্নয়নের লক্ষ্যে সেন্ট্রাল স্পনসরড স্কিমের আওতায় নতুন খাদ্য গোডাউন তৈরির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া মোট চারটি ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন ক্রেতা স্বার্থের সুরক্ষায় সঠিকভাবে কাজ করে চলেছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে উত্তর, খোয়াই ও দক্ষিণ জেলায় একটি করে মোট আরও তিনটি নতুন ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন গঠন করার। এর ফলে সংশ্লিষ্ট জেলার জনগণকে জেলা কমিশনের আওতাধীন ক্রেতা স্বার্থ বিষয়ক যেকোন অভিযোগের প্রতিকারের জন্য অন্যত্র ছুটে যেতে হবে না বলে জানান দপ্তরের বিশেষ সচিব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য