স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : সরকারি কর্মচারীদের ন্যায় বেতন প্রদান করা এবং নিয়মিতকরণ করার দাবিতে ত্রিপুরা এস এস এ -টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নন টিচিং কমিটির উদ্যোগে গণ ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার তারা এস এস এ-র প্রকল্প অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে।
২০২২ সালের কুড়ি আগস্ট অনুরূপ ভাবে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বেতন কাঠামো পুনরবিন্যাস করা হয়। এই বেতন কাঠামোকে পুরোপুরি মান্যতা দেয় না নন টিচিং কমিটি। ২০০৯ সালে এক্সিকিউটিভ কমিটি আরোপি অনুযায়ী বেতন প্রদানের নির্দেশ দিয়েছিল। নতুন বেতন কাঠামোয় আর ও পি তুলে দেয়া হয়েছে। এর পাশাপাশি ২০২২ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের ন্যায় ইনক্রিমেন্ট ও ডি এ -পেয়েছে নন টিচিং কর্মীরা। কিন্তু নতুন পে স্ট্রাকচার তৈরি হওয়ার পর ইনক্রিমেন্ট ও – ডি এ তুলে দেওয়া হয়। এই ধরনের বেতন পরিকাঠামো সমগ্র দেশে কোথাও নেই। সমগ্র শিক্ষার নন টিচিং কর্মীদের জন্যই এই বেতন পরিকাঠামো তৈরি করা হয়েছে। একই প্রকল্পে থাকার পরও শিক্ষক এবং নন টিচিং কর্মীদের ক্ষেত্রে পৃথক নীতি নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দুই দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। টাকা থাকার পরও কেন বেতন ভাতা বৃদ্ধি করা হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তোলেন নন টিচিং কমিটির সম্পাদক কার্তিক দত্ত। রাজ্য জুড়ে মোট ৪৬২ জন কর্মী রয়েছে তাদের। সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে বলে আশাবাদী তারা।