Friday, April 19, 2024
বাড়িরাজ্যনিয়োগের দাবিতে আবারো উপমুখ্যমন্ত্রী বাসভবনের সামনে জমায়েত চাকুরি প্রত্যাশীদের

নিয়োগের দাবিতে আবারো উপমুখ্যমন্ত্রী বাসভবনের সামনে জমায়েত চাকুরি প্রত্যাশীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : কাটলো না জট। আইন বহির্ভূত দাবি নিয়ে আবারো সরব উপমুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এস টি জি টি -র চাকুরি প্রার্থীরা। দাবি সকলকে একসাথে নিয়োগ করার জন্য। উল্লেখ্য, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা গ্রহণের চার মাস অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই এসটিজিটি পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা তাদের একসঙ্গে নিয়োগ করার দাবিতে সোচ্চার হয়েছেন। ফলাফল প্রকাশের আগেই একসঙ্গে নিয়োগের দাবি তুলে তাদের এই কর্মসূচি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

নতুন করে একটি নিয়োগের ফাইল অর্থ দপ্তরে পাঠানোর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সেই মোতাবেক বুধবার উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মার বাসভবনে যায় এস টি জি টি পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য সময় কম। শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করলে তবেই টি আর বি টি তাদের ফলাফল প্রকাশ করবে। ফলাফল প্রকাশের পর তাদের ভেরিফিকেশন ও স্ক্রুটি রয়ে গেছে। এরপর প্রকাশিত হবে তালিকা। এই কাজগুলি সম্পন্ন করার সময় আর নেই। কিন্তু কোন সদুত্তর না পেলে দুদিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেয় এসটিজিটি পরীক্ষার্থীরা। তবে বিশ্বস্ত সূত্রে খবর এস টি জি টি জন্য ত্রিপুরার প্রায় দশ হাজারের অধিক চাকরি প্রত্যাশী যুবক-যুবতী পরীক্ষার আবেদন করেছিল। এরমধ্যে ৯,২২১ জন পরীক্ষায় বসে। শূন্য পদের সংখ্যা ছিল ২৩০ টি। সরকার যদি চায় তাহলে বিজ্ঞপ্তির বহির্ভূত একজনও নিয়োগ করতে পারবে না। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা গ্রহণ করে শূন্যপদ করতে হবে। এখন দেখার বিষয়, নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার এবং চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীদের মধ্যে কিভাবে বিষয়টি স্থির হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য