স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : যথাযথ মর্যাদা সাথে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। ২০০৯ সালে ৪ জানুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে প্রতি বছর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয়।
এ বছরও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। তিনি বলেন রাজ্যের মানুষের আশা-আকাঙ্ক্ষার নেতা ছিলেন সুধীর রঞ্জন মজুমদার। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বয়সত্বীর্ণ বেকারদের চাকরি প্রদান করা, কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে গেছেন। এবং যে কাজগুলি তিনি করে যেতে পারেননি সেগুলি প্রদেশ কংগ্রেস সরকারের প্রতিষ্ঠিত হয়ে রাজ্যবাসীর স্বার্থে করতে চায় বলে জানান তিনি।