স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জানুয়ারি : গণতন্ত্র পুনরুদ্ধার, কর্মসংস্থান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে আনা সহ একাধিক দাবিতে বুধবার সি পি আই এম প্রতাপগড় অঞ্চল কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এদিন সকালে প্রতাপগড় সি পি আই এম অঞ্চল কমিটি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ দেব, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সমর চক্রবর্তী, প্রতাপগড় অঞ্চল কমিটির সম্পাদক বিপ্লব ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমর চক্রবর্তী জানান, দীর্ঘ ৫৮ মাস ধরে ত্রিপুরা রাজ্যে এক অরাজকতা সৃষ্টি হয়ে আছে। আইনের শাসন বলতে কিছু নেই। মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। এক দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা রাজ্যে বলে জানান। রাজ্যে বেকার যুবক যুবতীদের সাথে এ সরকার প্রতারণা করেছে বলেও অভিযোগ তুলেন তিনি। এবং বলেন বছরে ৫০ হাজার চাকরি হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার প্রতিশ্রুতি পালন করেনি। একই অবস্থা শিক্ষার ক্ষেত্রে। গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিয়ন্ত্রণে নেই সরকারের। তাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার জন্য দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি। এর পাশাপাশি সরকারে সমালোচনা করে বলেন বিজেপি হটাও এবং রাজ্য বাঁচাও স্লোগান নিয়ে মানুষকে সরব হওয়ার জন্য এই মিছিল সংগঠিত করা হয়েছে।