Saturday, January 25, 2025
বাড়িরাজ্যভয়াবহ অগ্নিকান্ড শহরের কর্নেল চৌমুহনি এলাকায়

ভয়াবহ অগ্নিকান্ড শহরের কর্নেল চৌমুহনি এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো একাধিক বসতঘর। ঘটনা রাজধানীর এডভাইজার চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এলাকার প্রণতি দেববর্মার বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশে লোকজনেরা। সে সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত  থাকায় বিষয়টি টের পায় নি। প্রতিবেশীর চিৎকারে ছুটে এসে দেখতে পায় বাড়ির একটি ঘর থেকে ধোয়া বের হচ্ছে।

 ঘরের সেই কক্ষে গিয়ে দেখে আগুনের লেলিহান। প্রতিবেশীর সহযোগিতায় ঘরের ভেতরে থাকা মহিলা সদস্যদের বের করে আনা হয়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। আগরতলা ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। এদিকে খবর যায় বাধারঘাট ও কুঞ্জবন ফায়ার স্টেশনে। মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় শেষ পর্যন্ত। দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক  ছড়ায় এই অগ্নিকাণ্ডে। বাড়ির সদস্যরা অগ্নিকাণ্ডের বিষয়ে স্পষ্ট করে বলতে না পারলেও তাদের ধারনা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এদিকে দমকল আধিকারিক জানান এই অগ্নিকাণ্ডে  দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

তাদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট  থেকেই অগ্নিকাণ্ড। ঘরের সিলিং সহ বেশ কিছু আসবাবপত্র ও সামগ্রী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এদিকে ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপি-র রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। এই দৃশ্য দেখতে পেয়ে ক্ষতিগ্রস্থ বাড়িতে ছুটে যান তিনি। অপর দিকে খবর পেয়ে আসেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার ভাশ্বতী দেববর্মা। তিনি জানান দুটি ঘড় সম্পূর্ণ রুপে ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫ টি গ্যাস সিলিন্ডারের মধ্যে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সঠিক সময়ের মতো দমকল কর্মীরা যদি এলাকায় না পৌঁছাতো তাহলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো বলে ধারণা এলাকাবাসীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য