স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : নির্বাচন আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হবে। শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাপিয়ে পড়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বড়জলা কংগ্রেস ভবনের সামনে বড়জলা ব্লক কংগ্রেসের এক প্রকাশ্য কর্মী সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, স্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেত্রী জরিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃত্ব। বড়জলা ব্লক কংগ্রেসের অন্তর্গত বিভিন্ন বুথের সভাপতি, ব্লক স্তরের নেতৃবৃন্দ ও শাখা সংগঠন গুলির নেতৃত্বদের নিয়ে এই কর্মী সম্মেলন হয়।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয় নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়। বড়জলা বিধানসভা আসনটি কংগ্রেসের অনুকূলে থাকে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করার জন্য এ বৈঠক অত্যন্ত তাৎপর্য বলে জানান পদের সভাপতি। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস যাতে জয়যুক্ত হয় তার জন্য রাজ্যবাসী কাছে আহ্বান জানান তিনি। এদিকে সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইফ্রাং জানান সকলের ধারণা রয়েছে কোন দলের সাথে কংগ্রেস জোট হতে যাচ্ছে, কিন্তু যাই হোক না কেন ত্রিপুরা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে রেহাই পাবে। এবং ত্রিপুরা নতুন সরকার প্রতিষ্ঠিত হবে বলে সম্মেলন থেকে দাবি করলেন তিনি। এদিনের সম্মেলনে কার্যকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে উপস্থিত নেতৃত্ব আহ্বান জানান গণতান্ত্রিকভাবে লড়াই করার জন্য।