স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামতে শুরু করেছে সিপিএম। সভা মিছিল মিটিং এর মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে সিপিএমের দলীয় কর্মসূচি শুরু হয়েছে বিধানসভা ভিত্তিক। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সিপিএম এর উদ্যোগে বিজেপি হটাও স্লোগানকে সামনে রেখে রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর এলাকায় একটি মিছিল সংঘটিত করা হয়।
সি পি আই এম সদর জেলা রাজ্য সম্পাদক শুভাশিস গাঙ্গুলী বলেন ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি যে জোট সরকার গঠিত হয়েছে তারা জনবিরোধী সরকার। রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। হরণ করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা। কাজ ও খাদ্যের হাহাকার রাজ্যজুড়ে। বিরোধী দল গুলির কোন কর্মসূচি করার স্বাধীনতা নেই। তাই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার যে সংগ্রাম, এই সংগ্রামকে আরো বেশি বেগবান করার জন্য এই মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।