স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : নির্বাচনের প্রাক মুহূর্তে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে উদ্ধার দুটি তরতাজা বন্দুক সহ পাঁচ রাউন্ড গুলি। ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ কুমারঘাট থানাধীন সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার নিতাই দত্তের বাড়িতে অভিযান চালায়। পুলিশ নিতাই দত্তের বাড়ি থেকে একটি এয়ারগান, একটি পিস্তল সহ ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
তার সাথে এই অস্ত্র কাণ্ডের সাথে জড়িত নিতাই দত্তের ছেলে নির্মল দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক নিতাই দত্তকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কুমারঘাট থানা সুত্রে জানা গেছে এই ব্যাপারে কুমারঘাট থানার পুলিশ একটি অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে জোর তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেস কর্মী নিতাই দত্ত এবং তার ছেলে নির্মল দত্তকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে কুমারঘাট থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাইছে না। তবে এলাকাবাসীর ধারণা আগামী বিধানসভা নির্বাচনে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য এই অস্ত্র মজুদ রাখা হয়েছিল। তবে গোটা বিষয়টি সুষ্ঠু তদন্তে উঠে আসবে। ঘটনায় গোটা এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জানা গেছে আগামীকাল ধৃতদের জেলা ও দায়রা জজের আদালতে পাঠানো হবে। পুলিশের ধারণা তদন্তে আরো একাধিক বিষয় উঠে আসবে। কারা জড়িত রয়েছে এবং কিভাবে অভিযুক্তরা সংগ্রহ করেছে, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু তদন্ত হলে বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে পুলিশ।